আফগানে ৩৯ হত্যা: ১০ অস্ট্রেলীয় সেনা চাকরিচ্যুত

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

আফগানে ৩৯ হত্যা: ১০ অস্ট্রেলীয় সেনা চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে বন্দি, কৃষক ও বেসামরিক নাগরিক মিলিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় ১০ অস্ট্রেলীয় বিশেষ বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করার নোটিশ দেয়া হয়েছে। প্রতিবেদনে সেনাদের পরিচয় জানানো হয়নি।

আফগান যুদ্ধের এসব বেসামরিক ব্যক্তিদের হত্যার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ তদন্ত প্রতিবেদনে উঠে আসার পরেই এ ব্যবস্থা নেয় দেশটি।

চার বছরের তদন্ত শেষে গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) ১৯ সেনার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ দেয় বলে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অপরাধের অভিযোগ থাকা ১৯ সেনার মধ্যে নন তারা। নোটিশের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এ খবরের ব্যপারে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতর তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ