আরও একটি মাইলফলক ধোনির

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

আরও একটি মাইলফলক ধোনির

স্পোর্টস ডেস্ক ::
আরও একটি মাইলফলক স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের এ অধিনায়ক।

আইপিএলে উইকেটকিপার হিসেবে সব থেকে বেশি ১১৭টি ক্যাচ ধরেছেন চেন্নাইকে তিনটি আইপিএল শিরোপা উপহার দেওয়া অধিনায়ক ধোনি।

রোববার আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। এদিন কলকাতার বেঙ্কটেশ আয়ারের ক্যাচ ধরার মধ্য দিয়ে কিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির স্থাপন করেন ধোনি।

আইপিএলে উইকেটকিপার হিসেবে ক্যাচ ধরার দিক থেকে ধোনি ছাড়িয়ে গেছেন কলকাতা নাইট রাইডার্সের বর্তমান তারকা ক্রিকেটার ও দলটির সাবেক অধিনায়ক দীনেশ কার্তিককে। আইপিএলে কিপার হিসেবে সবচেয়ে বেশি ১১৭টি ক্যাচ ধরেন ধোনি আর ১১৫টি ক্যাচ ধরেন কার্তিক।

আইপিএলে ২১৪ ম্যাচে অংশ নিয়ে ক্যাচ এবং স্টাম্প মিলি ১৫৫টি শিকার করেন ধোনি। দীনেশ কার্তিক শিকার করেন ১৪৬টি।

ভারতকে ওয়ানডে, টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া সাবেক এ সফল অধিনায়ক জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫৩৮ ম্যাচে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান সংগ্রহ করেন ধোনি।

আইপিএলে ২১৪ ম্যাচে অংশ নিয়ে ধোনি ২৩টি ফিফটির সাহায্যে অষ্টম সর্বোচ্চ ৪ হাজার ৬৮৪ রান সংগ্রহ করেন। সবচেয়ে বেশি ৬ হাজার ১৮৫ রান সংগ্রহ করেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৬২৭ রান সংগ্রহ করেন শিখর ধাওয়ান।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ