আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা ২৮ জুলাই পর্যন্ত

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা ২৮ জুলাই পর্যন্ত

সিলনিউজ বিডি ডেস্ক :: আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি-২০২২ সালের সামার সেমিস্টারে ভর্তি মেলা গতকাল ২৪ জুলাই রোববার দ্বিতীয় দিন সিলেটে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে চলমান এই ভর্তি মেলা আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ভর্তি মেলা উপলক্ষে ঘোষিত ওয়েভার ও পুরস্কার বর্ধিত সময়কাল পর্যন্ত বিদ্যমান থাকবে।

ভর্তি মেলা উপলক্ষে বিশ^বিদ্যালয়ের ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ এবং ফ্যাশন ডিজাইনে বিশেষ ছাড় দিয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ প্রদান করা হবে। সিলেটের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিবেচনায় এডমিশন ফেয়ার উপলক্ষে স্পট এডমিশনে ৫০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে।

উল্লেখ্য, বিগত এডমিশন ফেয়ারের মত এবারের এডমিশন ফেয়ারেও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে কম্পিউটার ও স্মার্টফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। ভর্তি মেলায় আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ জুলাই’র মধ্যে নিজ নিজ পছন্দের বিভাগে ভর্তি হওয়ার আহবান জানিয়েছেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলার আহবায়ক মাজেদ আহমেদ চঞ্চল।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ