আরডিএ সদস্য হলেন রাবি অধ্যাপক নাসিমা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ৬, ২০২২

আরডিএ সদস্য হলেন রাবি অধ্যাপক নাসিমা

অনলাইন ডেস্ক :: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর বেসরকারি সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নাসিমা আখতার। আগামী ৩ বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আরডিএ উপ-সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৫ (১) (এ)-এর ধারা অনুযায়ী সরকার কর্তৃক ১৬ এপ্রিল ২০২২ হতে ২৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আগামী ৩ (তিন) বছরের জন্য অধ্যাপক নাসিমা আখতারকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বেসরকারি সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপ্তিতে উল্লেখিত আরডিএ-এর অন্য দুই জন সদস্য হলেন নগরীর বালিয়াডাঙ্গা এলাকার অধ্যাপক তানবিরুল আলম এবং নগরীর হেতেম খাঁ এলাকার মো. জাহাঙ্গীর আলম হেলাল।

উল্লেখ্য, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা। যা রাজশাহীর উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। ১৯৭৬ সালে অক্টোবর মাসে এক অধ্যাদেশের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই উপায়ে রাজশাহী নগরীর বিকাশ ও উন্নয়ন নিশ্চিত করতে রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

সূত্র : বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ