আলোকস্বল্পতায় ১৩ ওভার বাকি রেখেই প্রথম দিন শেষ

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

আলোকস্বল্পতায় ১৩ ওভার বাকি রেখেই প্রথম দিন শেষ

অনলাইন ডেস্ক :: আলোকস্বল্পতায় ১৩ ওভার বাকি রেখেই প্রথম দিন শেষ, টাইগারদের অর্জন ৪ উইকেট

ডারবানে আলোকস্বল্পতার কারণে ১৩ ওভার বাকি রেখেই বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিন শেষ হলো। প্রথম দিনে ৭৬.৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ ইউকেট হারিয়ে ২৩৩ রান করেছে।

৫৩ রান নিয়ে টেম্বা বাভুমা এবং ২৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন কাইল ভেরাইনি। মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন ১টি করে উইকেট নিয়েছেন।
দ্বিতীয় সেশনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে কিগান পিটারসেনের রানআউটটি। পয়েন্টে খেলে রান নিতে চেয়েছিলেন পিটারসেন এবং টেম্বা বাভুমা। পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার মিরাজ বিদ্যুৎ গতিতে বল থামিয়ে সেটা থ্রো করেন উইকেটকিপার প্রান্তে। বল সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।

এর আগে ওয়ানডে গতিতে ব্যাট করতে থাকা প্রোটিয়া অধিনায়ক ওপেনার ডিল এলগারকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন খালেদ আহমেদ। ৩৪তম ওভারে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬৭ রানে বিদায় নেন এলগার। পরের ওভারেই থিতু হয়ে থাকা আরেক ওপেনার সারেল এরউইকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। ১০২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানের কিংসমেডে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। এই টেস্টে বাংলাদেশ একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের পীড়ায় ভুগছেন তামিম। পেসার শরীফুল ইসলামও নেই। তার পরিবর্তে খালেদ আহমেদকে নেওয়া হয়।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গীতে ব্যাট চালাতে থাকেন দুই দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। অধিনায়ক এলগার মাত্র ৬০ বলে ফিফটি তুলে নেন। প্রথম সেশনের ২৫ ওভারেই দুজনে মিলে তুলে ফেলেন ৯৫ রান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ার।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ