আল্লাহ সহায় থাকলে চক্রান্ত করে নৌকার বিজয় ঠেকানো যাবেনা: হাবিব

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

আল্লাহ সহায় থাকলে চক্রান্ত করে নৌকার বিজয় ঠেকানো যাবেনা: হাবিব

অনলাইন ডেস্ক

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, আল্লাহর উপর ভরসা করে আমি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়েছি। আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহ যদি সহায় থাকেন তাহলে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী ২৮ জুলাই ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি যদি নির্বাচিত হয়ে আমার নির্বাচনী এলাকার মানুষের চাহিদা পূরন করব।

তিনি আর বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নৌকাকে ঠেকানোর জন্য বার বার ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

হাবিবুর রহমান হাবিব বুধবার (২৩ জুন) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ছদরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, কৃষি বিষয় সম্পাদক হাজী ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাজ্জাক হুসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, আব্দুল মতিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, মদন মহন কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি আলহাজ্ব সেলিম আহমদ, আওয়ামীলীগ নেতা তপন চন্দ্র পাল, বশির মিয়া , রফিক মিয়া, হাজী আতিকুর রহমান, সেলিম আহমদ মেম্বার, জেলা তাতীঁ লীগের সভাপতি আলমগীর হুসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াছুর রহমান দিনার, সবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা লোকমান আহমদ, সাদিকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক কালাম হোসেন, মদন মহন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি দুলাল আহমদ, আলী হুসেন ঈমানী, যুগ্ন সাধারণ সম্পাদক সুহেল মিয়া, আব্দুস সামাদ, ছাত্রলীগ নেতা সুয়েব আহমদ, ডালিম চৌধুরী, আহসান হাবিব জাবেদ, খাজেদ আহমদ, আমিনুল হক সেপু, রুহেল আহমদ, নাহিদ আহমদ, জামিল আহমদ পাবেল, জান্নাতুল নাঈম, মিনহাজ মাহমুদ, সহ ১০টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পীর হবিবুর রহমানের কবর জিয়ারত করলেন হাবিব

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য পীর হবিবুর রহমানের কবর জিয়ারত করলেন সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

তিনি বুধবার (২৩ জুন) বিকেলে লালাবাজারের বাঘরখলাস্থ পীর হবিবুর রহমানের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম- সম্পাদক রাজ্জাক হুসেন, মোহাম্মদ জুয়েল আহমদ, বদরুল আলম তুহিন প্রমুখ।

পরে হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব লালাবাজার ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুল ওহাব খোঁকা খানের নামাযের জানাজায় শরিক হন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ