‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

বিনোদন ডেস্ক :: আমাদের হাজার বছরের প্রাচীন নিদর্শন মহাস্থানগড়ে ধারণ করা ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব প্রচার হবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে। বগুড়া’র মহাস্থানগড়ের গোকুল মেধ এর সামনে প্রায় ২৫ হাজার দর্শক নিয়ে ‘ইত্যাদি’র এই প্রশংসিত পর্বটি ২০১০ সালের এপ্রিল মাসে ধারণ করা হয়েছিল। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বটিতে বেশকিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে। কৃষি উন্নয়নে একনিষ্ঠকর্মী বগুড়ারই এক কৃষি বিজ্ঞানীর নতুন উদ্ভাবনের উপর রয়েছে একটি সচিত্র প্রতিবেদন। যিনি তার কর্মের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। বগুড়ার ধুনটের প্রতিবন্ধী যুবক কফিলউদ্দিনের উপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন। রয়েছে সিরাজগঞ্জের রেজাউল করিম খোকন ও শিল্পী নরেশ কুমার সূত্রধরের উপর আর একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। অনুষ্ঠানের মুল গান গেয়েছেন শিল্পী এন্ড্রু কিশোর।

যে গানে উঠে এসেছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতির কথা। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু। আশির দশকে বিটিভিতে জনপ্রিয় হয়ে ওঠা সাংস্কৃতিক দল বগুড়া ইয়্যুথ কয়্যার এর পরিবেশনায় রয়েছে একটি আঞ্চলিক উৎসবের গান। পরিচালনা করেছেন বগুড়া ইয়্যুথ কয়্যার এর দলনেতা তৌফিকুল আলম টিপু। ঢাকা শহরের নানান সমস্যা নিয়ে রয়েছে আর একটি গান। যার চিত্রগ্রহণে অংশগ্রহণ করেছেন মডেল ও অভিনয় তারকা নিরব ও মোনালিসা। অনুষ্ঠানে দর্শকপর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিক্‌স লিমিটেড।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ