এক করোনা বীর শ্যামল বনিক

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

এক করোনা বীর শ্যামল বনিক

জাহিদুল ইসলামঃ সিলেটের জৈন্তাপুর মডেল থানায় যোগদানের পর একটির পর একটি সাফল্যের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ৷ কিছু কিছু কাজে সবাইকে অানন্দ দিতে না পারাটা স্বাভাবিক ৷ তার একটি কাজে তিনি সফল ভাবে করে যাচ্ছেন ৷ এ পর্যন্ত সিলেটের প্রতিটি থানার কোভিড-১৯ নবেল করোনা ভাইরাস অাক্রান্তের খবর পাওয়া গেলেও পাওয়া যায়নি জৈন্তাপুর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যদের ৷ কারন অনুসন্ধানে যানা যায় শুরু হতেই তিনি করোনা ভাইরাস মোকাবেলায় তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ৷ যার করনে থানা কমপ্লেক্স এরিয়াতে সর্বোচ্ছ নিরাপত্তা ব্যবস্থা করেছেন ৷ সম্প্রতি থানায় প্রবেশের ক্ষেত্রে প্রাথমিক ভাবে ৪টি স্থর অতিক্রম করতে হয় ৷ অকারনে কাউকে থানা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা টিক রাখতে নিয়ম মেনে পিটি সহ নানা কসরত করতে হয় ৷ কাজ হতে থানায় ফিরলে প্রতিটি সদস্য নিয়ম মোতাবেক স্বাস্থ্য বিধির প্রতিটি নিয়ম অনুসরণ করতে হয় ৷ সেই একটি কারনে এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা অাক্রান্ত হলেও একজন সুদক্ষ চৌকাশ অফিসারের কারনে জৈন্তাপুর মডেল থানার অফিসার দক্ষতার কারনে অাজও একজন সদস্য ইশ্বরের কৃপায় অাক্রান্ত হননি ৷ তাই বলতে হচ্ছে করোনা যুদ্ধে তিনিই হলেন একজন সঠিক করোনা যুদ্ধা ৷ যদিও জৈন্তাপুর উপজেলায় প্রশাসনিক দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে করোনা অাক্রান্ত হলেও জৈন্তাপুর মডেল থানাটি উপজেলার একমাত্র দপ্তর হিসাবে চিহ্নিত হল ৷ ধন্যবাদ জানাই এই করোনা যুদ্ধাকে ৷

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ