এবার ওমান উপসাগরে জাহাজ ঘিরে চক্কর দিল ড্রোন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

এবার ওমান উপসাগরে জাহাজ ঘিরে চক্কর দিল ড্রোন

অনলাইন ডেস্ক :: কয়েকদিন আগে ওমান উপসাগরে ইসরায়েলি তেল ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে

ওমান সাগরে এবার একটি জাহাজ ঘিরে চক্কর দিয়েছে একটি ড্রোন। এই অঞ্চলে কয়েকদিন আগে ইসরায়েলি তেল ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার তিনদিন পর নতুন এই ঘটনা ঘটল।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য ম্যারিটাইমস ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের রাজধানী শহর মাসকাতের ৫০ মাইল দক্ষিণ পশ্চিমে এই ঘটনা ঘটনা ঘটেছে। সংস্থাটি যুক্তরাজ্যের নৌবাহিনীর অন্যতম অংশ।
জাহাজ ঘিরে ড্রোন চক্কর দেওয়ার খবর দিলেও সেটি কী ধরনের জাহাজ ছিল তা জানানো হয়নি। তবে জাহাজ এবং ক্রু সদস্যরা নিরাপদ আছে বলে জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বুধবার জানিয়েছে, প্যাসিফিক জিরকন অঞ্চলে সেদিন ইরানের ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলি একজন কর্মকর্তা বলেন, হামলার জন্য ইরান দায়ী। তবে ইরান অভিযোগ অস্বীকার করে উল্টো ইসরায়েলকে ঘটনার জন্য দায়ী করে বলেছে, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ইসরায়েল-আরব অক্ষ উত্তেজনা সৃষ্টির পায়তারা করছে। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ