এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট জেলা প্রেসক্লাবের বিদায়ী শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট জেলা প্রেসক্লাবের বিদায়ী শুভেচ্ছা

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় তাকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে বিএম আশরাফ উল্যাহ তাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া তাঁর দায়িত্বকালীন সময়ে আন্তরিক সহযোগিতার জন্য তিনিও জেলা প্রেসক্লাবকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করেন। সম্প্রতি তাকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করেছে পুলিশ সদরদপ্তর।

শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিএম আশরাফ উল্যাহ তাহের সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) পদে থাকাকালীন আন্তরিকতার সাথে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। যা প্রশংসার দাবি রাখে। তিনি শত ব্যস্ততার মাঝেও সাড়া দিয়েছেন। যার কারণে সাংবাদিকদেরও সঠিক তথ্য তুলে ধরতে সহজ হয়েছে। আগামীতেও এমন মিডিয়াবান্ধব কর্মকর্তা এই দায়িত্বে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সিলেটে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন পুলিশ কর্মকর্তা বিএম আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, সিলেটে সবার সহযোগিতায় চমৎকার সময় কাটিয়েছি। এখানকার দায়িত্বকালীন অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে লাগবে।

নগরের পূর্বজিন্দাবাজারস্থ জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি এস. সুটন সিংহ, ক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, ক্লাব সদস্য মামুন হাসান, রনজিৎ সিংহ, আশরাফ চৌধুরী রাজ, মো. রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, সিলেটভিউ২৪ডটকম এর স্টাফ রিপোর্টার নাজাত পুরকায়স্থ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ