ওয়াকার ইউনিসকে ভারতের তারকা বানিয়ে দিল আইসিসি!

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

ওয়াকার ইউনিসকে ভারতের তারকা বানিয়ে দিল আইসিসি!

স্পোর্টস ডেস্ক

বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার (আইসিসি) এক কাণ্ড দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল পাক ক্রিকেটপ্রেমীদের।

পাকিস্তানের কিংবদন্তি পেসার ও পাক দলের বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনিসকে রীতিমতো ভারতের তারকা ক্রিকেটার বানিয়ে ফেলল আইসিসি।

হল অফ ফেমারদের সম্মান জানাতে সম্প্রতি আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করে, যেখানে কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে স্মৃতিচারণ করতে দেখা গেছে অন্য ক্রিকেটারদের।

কিংবদন্তি ক্রিকেটারদের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরতে প্রতিটি ভিডিওতে গ্রাফিক্স ব্যবহার করেছে আইসিসি। আর সেখানেই বড় ভুল করে বসে তারা।

পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসকে ভারতীয় ক্রিকেটার বানিয়ে দেয় তারা।

তারা লেখে— ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার ইউনিস। এমন পোস্ট পাক-ভারত সমর্থকসহ ক্রিকেটপ্রেমীদের চোখে পড়লে তারা ভড়কে যান।

কারণ ওয়াকারকে ভারতীয় ক্রিকেটার লিখেই ক্ষান্ত হয়নি আইসিসি, তার অভিষেক ও অবসরের সালেও ভুল তথ্য দিয়েছিল। ওয়াকার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ১৯৮৯ সালে। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৩ সালে।

 

এত বড় দুটি ভুল আইসিসি দ্রুত শুধরে নিলেও এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ক্যাপশনে আইসিসির মুণ্ডপাত করতে ছাড়েননি কেউ। পাক সর্মথকদের কেউ কেউ টুইট করেন, আইসিসির এমন পোস্টের পর তাদের হার্টঅ্যাটাকের উপক্রম।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সোশ্যাল মাইট কারা দেখাশোনা করছেন সে প্রশ্ন।

আরও মনোযোগী হয়ে পোস্ট ছাড়ার পরামর্শ দেন কেউ কেউ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ