কুলাউড়ায় ১৩ ইউপিতে আ.লীগের ৭, স্বতন্ত্র ৬ জনের জয়

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

কুলাউড়ায় ১৩ ইউপিতে আ.লীগের ৭, স্বতন্ত্র ৬ জনের জয়

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রোববার (২৮ নভেম্বর) শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন- আ.লীগের ৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন।

এছাড়া প্রতিদ্বন্দ্বিদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ৪ জন পুনরায় নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শেষে রাতে কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে ১৩ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৬ জন রিটার্নিং অফিসাররা তাদের স্ব স্ব ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমদুদ হোসেন (আ.লীগ, নৌকা) ৮ হাজার ৬৪৫ ভোট, জয়চন্ডী ইউনিয়নে মো. আব্দুর রব মাহাবুব (আ’লীগ, নৌকা) ৯ হাজার ৫৬৬ ভোট, কাদিপুর ইউনিয়নে জাফর আহমদ গিলমান (আ.লীগ, নৌকা) ৭ হাজার ১৩৪ ভোট, কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান (আ.লীগ, নৌকা) ৩ হাজার ১১৮ ভোট, টিলাগাঁও ইউনিয়নে মো. আব্দুল মালিক (আ.লীগ, নৌকা) ১০ হাজার ৩৬৮ ভোট, হাজীপুর ইউনিয়নে ওয়াদূদ বক্স (আ.লীগ, নৌকা) ৬ হাজার ৬৩০ ভোট, রাউৎগাঁও ইউনিয়নে মো. আকবর আলী (আ.লীগ, নৌকা) ৪ হাজার ৭২৩ ভোট, ভাটেরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম (স্বতন্ত্র) ৩ হাজার ৪৮৮ ভোট, ভূকশিমইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান (স্বতন্ত্র) ৬ হাজার ৫৯৮ ভোট, বরমচাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খান (স্বতন্ত্র) ৬ হাজার ৪৩৫ ভোট, কর্মধা ইউনিয়নে মো. মুহিবুল ইসলাম আজাদ (স্বতন্ত্র) ১১ হাজার ১২৪ ভোট, পৃথিমপাশা ইউনিয়নে এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র) ৬ হাজার ৬৭১ ভোট ও শরীফপুর ইউনিয়নে মো. খলিলুর রহমান (স্বতন্ত্র) ৫ হাজার ৬৭৩ ভোট।

এছাড়া চেয়ারম্যান প্রার্থী যারা পরাজিত হয়েছেন তারা হলেন- টিলাগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মালিক (স্বতন্ত্র) ৬ হাজার ১১৯ ভোট, মোহাম্মদ আবুল মিয়া (স্বতন্ত্র) ১৯ ভোট, মোহাম্মদ হারুন মিয়া (স্বতন্ত্র) ৫৩৮ ভোট, মো. ওয়াকিব মিয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ৯০ ভোট, মো. কামাল মিয়া (স্বতন্ত্র) ১৯ ভোট, জয়চন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু (স্বতন্ত্র) ৬ হাজার ৪৬২ ভোট, ভূকশিমইল ইউনিয়নের মো. আব্দুল আজিজ (জাপা) ৯২ ভোট ও মো. মইনুল ইসলাম সোহাগ (আ.লীগ, নৌকা) ৫৫০৮ ভোট, পৃথিমপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন (স্বতন্ত্র) ৩ হাজার ৮২৩ ভোট, মোহাম্মদ আব্দুল গাফুর (ইসলামী আন্দোলন) ১৮৭ ভোট, মো. আব্দুল মন্নাফ (আ.লীগ. নৌকা) ১ হাজার ৪২০ ভোট, মো. আব্দুল লতিফ (স্বতন্ত্র) ৪ হাজার ৬০ ভোট, ভাটেরা ইউনিয়নের আব্দুল লতিফ খান (স্বতন্ত্র) ২৮৬ ভোট, কামাল ইবনে শহীদ চৌধুরী (স্বতন্ত্র) ২ হাজার ১৪০ ভোট ও জুবায়ের সিদ্দিকী (আ.লীগ, নৌকা) ২ হাজার ৭৭৯ ভোট, কুলাউড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি (স্বতন্ত্র) ২ হাজার ৯৮৯ ভোট, জুবের আহমদ খান (স্বতন্ত্র) ২ হাজার ৫৬৬ ভোট, মো. শাহাদাৎ হোসাইন চৌধুরী (স্বতন্ত্র) ৩০২ ভোট, কর্মধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান (আ.লীগ, নৌকা) ৪ হাজার ২৪৯ ভোট, মছলু আমিন (স্বতন্ত্র) ১ হাজার ১২৪ ভোট, মো. আব্দুস সালাম (স্বতন্ত্র) ১ হাজার ৩২০ ভোট, হেলাল মিয়া (ইসলামী আন্দোলন) ১৭৯ ভোট, ব্রাহ্মণবাজার ইউনিয়নের খান ময়নুল হোসেন (স্বতন্ত্র) ৪ হাজার ৫৮২ ভোট, মোহাম্মদ জাহাঙ্গির হোসেন এলাইছ (স্বতন্ত্র) ৩ হাজার ১২০ ভোট, মো. আকুল মিয়া (স্বতন্ত্র) ১৮৩ ভোট, বরমচাল ইউনিয়নের আবুল হোসেন খসরু (আ.লীগ, নৌকা) ২ হাজার ৯৩১ ভোট, কাদিপুর ইউনিয়নের আব্দুল মুহিত (স্বতন্ত্র) ২ হাজার ৫৩৯ ভোট, মো. জসিম উদ্দিন (স্বতন্ত্র) ৩৫ ভোট, বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সালাম (স্বতন্ত্র) ৩ হাজার ৪৮ ভোট, সুলতান খান (স্বতন্ত্র) ৪৯ ভোট, হাজীপুর ইউনিয়নের আবুল কাসেম (ইসলামী আন্দোলন) ৫৯৪ ভোট, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত (স্বতন্ত্র) ৩ হাজার ৩২০ ভোট, মো. কয়ছর মিয়া (স্বতন্ত্র) ৯৯ ভোট, মো. নাজিম উদ্দিন (স্বতন্ত্র) ১৯০ ভোট, মো. মাহমুদ আলী (স্বতন্ত্র) ৪ হাজার ৪৪৪ ভোট, রাউৎগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল জলিল জামাল (স্বতন্ত্র) ৩ হাজার ৫৯১ ভোট, এনামুল হক মাহতাব (স্বতন্ত্র) ৭৭ ভোট, মো. জামিলুর রহমান চৌধুরী (ইসলামী আন্দোলন) ৬৬ ভোট, সৈয়দ ইকবাল সালাম (স্বতন্ত্র) ২ হাজার ৭৪২ ভোট, শরীফপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আলী (স্বতন্ত্র) ২ হাজার ৬৮৫ ভোট, আকমল (ইসলামী আন্দোলন) ১৪০ ভোট, মোহাম্মদ চিনু মিয়া (আ.লীগ, নৌকা) ২ হাজার ৯৬০ ভোট ও মো. জামাল উদ্দিন (স্বতন্ত্র) ৩৮০ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ১৩ চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ১৩ জন, লাঙ্গলের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ৩৭ জনসহ মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ