কোভিড পরীক্ষার বুথ দেখে যে কারণে দৌড়ে পালালেন তারা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

কোভিড পরীক্ষার বুথ দেখে যে কারণে দৌড়ে পালালেন তারা

অনলাইন ডেস্ক

ভারতের বিহারে করোনা প্রতিরোধে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। ট্রেন স্টেশন, বাসস্টপসহ অন্যন্য জনসমাগম এলাকায় বসানো হয়েছে করোনা পরীক্ষার বুথ।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের বাইরে থেকে বিহারে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করানোর কথা কয়েক দিন আগেই ঘোষণা করেন। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজ্যে ফিরছেন, তাদের এই পরীক্ষা করা হচ্ছে। তাদের মাধ্যমে যাতে বিহারে করোনা সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয় বিহার প্রশাসন।
কিন্তু দেখা গেল এক আশ্চর্য কাণ্ড। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা দিয়েই যাত্রীরা দৌড়ে পালালেন। তাদের এভাবে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তারা করোনা পরীক্ষা করাতে চান না। কারণ, করোনা ধরা পড়লে তাদের সোজা যেতে হবে আইসোলেশনে।

গত কয়েক দিনে রাজ্যের চেষ্টায় তেমন সুফল মেলেনি। যাত্রীরা করোনা পরীক্ষা করার দায়িত্বে থাকা চিকিৎসক ও প্রশাসনের সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ