কোম্পানীগঞ্জে মেম্বারের আঘাতে রক্তাক্ত নারী গ্রামপুলিশ

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

কোম্পানীগঞ্জে মেম্বারের আঘাতে রক্তাক্ত নারী গ্রামপুলিশ

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে নারী গ্রামপুলিশ সদস্যকে কলমের আঘাতে রক্তাক্ত করেছেন এক ওয়ার্ড সদস্য।

 

এমন অভিযোগ করে ২৪ তারিখ কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী গ্রাম পুলিশ জমিরুন নেছা (৪০)।

 

তিনি উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্রামপুলিশের দায়িত্ব পালন করছেন।

 

অভিযোগ উল্লেখ করা হয়, গত ২৩ জুন বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ী রাস্তার পুর্ব পাশে ইউনিয়ন পরিষদ কর্তৃক বন্যার্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করেন জমিরুন নেছা। এসময় তিনি ১নং ওয়ার্ডের মেম্বার মঈন উদ্দীনকে উদ্দেশ্য করে মেয়ের জন্য ত্রাণ সহায়তা চাওয়ায় উক্ত ইউপি সদস্য তাকে গালিগালাজ করে হাতে থাকা কলম দিয়ে জমিরুনের মুখে আঘাত করেন। সাথে সাথে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পরে যান।পরে স্থানীয়রা উদ্ধার তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয় ওয়ার্ড সদস্য মঈন উদ্দীন প্রায়ই গ্রাম পুলিশের সাথে খারাপ আচরণ করে থাকেন।

ওয়ার্ড মেম্বার মঈন উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানান, গ্রাম পুলিশ জমিরুনের সাথে আমার কোন কথা কাটাকাটি হয়নি। সে তার জন্য ত্রাণ চেয়েছিল। আমি বলেছি তার ওয়ার্ডের মেম্বার তাকে ত্রাণ দিবে এখনা থেকে দেওয়া যাবে না। এ সময় ভুলবশত হাতের নাড়াচাড়ায় কলম লাগতে পারে। তবে সাথে সাথে তাকে হাসপাতাল গিয়ে দেখে আসছি। আমি ঔষধের টাকাও দিতে চাইছি কিন্তু সে নেয়নি।

 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, নারী গ্রামপুলিশকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ