খাদিমপাড়ার উন্নয়নে আন্তরিক-পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

খাদিমপাড়ার উন্নয়নে আন্তরিক-পররাষ্ট্রমন্ত্রী

জাহিদুল ইসলাম :: সিলেট ১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এম.পির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আফছর আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে পাঁচ টায় পররাষ্ট্রমন্ত্রনালয় মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এসময়ে খাদিমপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্মকান্ড তোলে ধরেন চেয়ারম্যান, পাশাপাশি জরুরি ভিত্তিতে কিছু উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ আহবান জানান।

এসময়ে সিলেট ১ আসেনর সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার গড়তে ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় পিছিয়ে থাকবে না সিলেট শহরতলীর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন। এ ইউনিয়ন নিয়ে আমার একটি প্লান রয়েছে এ সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার আন্তরিক সহযোগিতা চাই। খাদিমপাড়ায় বর্তমান সরকারের আমলে চেয়ারম্যান আহমেদের সঠিক নেতৃত্বে অসংখ্য উন্নয়ন হয়েছে আগামীতে আরও হবে।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সোহেল আহমেদ, মহানগর ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ, মুর্সেদ,সানজিদুল করিম অথৈ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ