গোয়াইনঘাটে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০

গোয়াইনঘাটে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি::
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতে সরকারী বিধি নিষেধ অমান্য করে মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে তিনটি সিএনজি চালক, এক অটোবাইক চালক এবং সরকার নির্ধারিত সময় পর দোকান খোলা রাখায় দুইটি মুদি দোকান ও একটি কাপড়ের দোকান মালিকসহ মোট সাতজনকে ৭৮০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (সআই) মো. আব্দুল মান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ৪জন চালক এবং সরকার নির্ধারিত সময় পর দোকান খোলা রাখায় তিনজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে গোয়াইনঘাটের জনগণ যাতে সরকারি বিধিনিষেধ মেনে চলাফেরা করেন তার জন্য মাঠে কাজ করছে প্রশাসন। কোন ব্যক্তি সরকারি বিধি নিষেধ অম্যান্য করে চলাফেরা করলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে বলে জানান তিনি।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ