গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ে চেমস্ফোর্ড বাংলাদেশ কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ে চেমস্ফোর্ড বাংলাদেশ কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির ত্রাণ বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি :: যুক্তরাজ্যের চেমস্ফোর্ড বাংলাদেশ কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার, বিশ্বনাথের কৃতিসন্তান কমিউনিটি নেতা আব্দুল মালিক বলেছেন, আমরা ব্রিটিশ বাংলাদেশীরা সুদূর চেমসফোর্ডে থাকলেও আমাদের চিন্তা-চেতনায় ও হৃদয়ে থাকে বাংলাদেশ। সিলেট-সুনামগঞ্জ সহ সারাদেশে ভয়াবহ বন্যার খবর শুনে আমি চেমস্ফোর্ড কমিউনিটির প্রতিনিধি হয়ে দেশে এসেছি। আপনাদের এই করুণ অবস্থা স্বচক্ষে দেখে খুবই কষ্ট পাচ্ছি। পবিত্র ঈদুল আযহার পূর্বে আপনাদের নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করে আপনাদের সুখে-দুঃখে আমরা অংশীদার হতে চাই। ভবিষ্যতে আমাদের প্রবাসীরা যাতে এই কার্যক্রম চালিয়ে যেতে পারেন, আমরা সেই প্রচেষ্টা ইনশা আল্লাহ অব্যাহত রাখবো।

তিনি বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্যের চেমস্ফোর্ড বাংলাদেশ কমিউনিটি এন্ড মুসলিম সোসাইটির চেয়ারম্যান হাজী আব্দুল হক, সেক্রেটারী জেনারেল সৈয়দ ইশফাকুর রহমানের যৌথ উদ্যোগে বন্যা দূর্গত সাকের পেকের খাল, কুড়িখলা, খাইরাই, বড়ঘোসা, ঈশতি, তুকুর ও যতনাথা গ্রামের ৫০০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন রশিদ চৌধুরী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য ও সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন, বিশিষ্ট সমাজসেবী ছালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী এমদাদুল হক, তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসবাউল হক, বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব জালাল উদ্দিন মেম্বার ও মুর্শেদ আহমদ।

উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ডা: আব্বাস উদ্দিন, ফয়েজ উদ্দিন, আব্দুল হাকিম মেম্বার, আব্দুর রহমান, ফেরদৌস মাস্টার, মঞ্জুর আহমদ, আহমদ আলী, জিলানী, মাখন চৌধুরী, সমর আলী, কুতুব উদ্দিন, আব্দুল জলিল, রুবেল আহমদ প্রমুখ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ