গোয়েন্দা বেলুনের জের, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

গোয়েন্দা বেলুনের জের, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত

অনলাইন ডেস্ক

মার্কিন আকাশে চীনের গোয়েন্দা বেলুন ওড়ার ঘটনায় আবারও মুখোমুখী অবস্থানে বেইজিং-ওয়াশিংটন। সেই উত্তেজনার জেরেই চীন সফর আপাতত স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

ওয়াশিংটন আগেই দাবি করেছিল গোয়েন্দা বেলুনটি নজরদারির কাজে ব্যবহার করেছে চীন। প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে চীন জানিয়েছে, বেলুনটি তাদেরই। তবে বেইজিংয়ের দাবি, বেলুনটি আবহাওয়া সংক্রান্ত ডিভাইস, গোয়েন্দাগিরি সংক্রান্ত নয়। পথ হারিয়ে এটি মার্কিন আকাশে প্রবেশ করেছে।
যুক্তরাষ্ট্র বলছে, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

এই বেলুন কাণ্ডের জেরেই আগামীকাল রবিবার শুরু হতে যাওয়া চীন সফর স্থগিত করার কথা শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন ব্লিনকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‌‌‘নজদারি বেলুনের মার্কিন আকাশে প্রবেশের ঘটনাটি অবশ্য খুব গুরুত্বের সাথে নিতে হবে। পরিষ্কারভাবেই এটা মার্কিন সার্বভৌমত্ব লঙ্ঘন। পরিষ্কারভাবেই এটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়।’

 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ