চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

অনলাইন ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রবিবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এর আগে রবিবার দুপুরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমরজিৎ রায় চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন সমরজিৎ রায় চৌধুরী। ১৯৬০ সালে তিনি তখনকার সরকারি আর্ট ইনস্টিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক শেষ করেন। এরপর চারুকলাতেই শিক্ষক হিসেবে যোগ দেন। ৪৩ বছর শিক্ষকতা শেষে ২০১০ সালে অবসর নেন সমরজিৎ রায় চৌধুরী।

সূত্র : বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ