ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২১

ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলীর দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ারিছ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার শহরের পেপারমিল লেবারপাড়া ঈদগাহ প্রাঙ্গণে কবরাস্থানে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল এর নেতৃত্বে ছাতক উপজেলা প্রশাসন ও ছাতক থানা পুলিশ এসে তার বাসভবনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ওয়ারিছ আলী দীর্ষদিন যাবৎ কিডনী ও ব্রেইন স্ট্রোক রোগে ভোগছিলেন। সর্বশেষ তিনি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার অবদান ছিলো অনস্বীকার্য। যুদ্ধকালীন সময় তিনি ৫ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। কর্মজীবনে তিনি সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ (রাষ্ট্রিয় অধীন থাকাকালীন) থেকে অবসর প্রাপ্ত হোন। মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী দুনিয়ায় রেখে গেছেন ওয়ারিছ আলী।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলানির্বাহী অফিসার মামুনুর রহমান, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, বীর মুক্তিযোদ্ধা মো. মোছব্বির মিয়া, সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমদ হোসেন সজল, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য শাহিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইরাজ মিয়া, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সজীব কুমার মালাকার, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের দপ্তর সম্পাদক ড্যানিয়েল আহমদ, বাংলাদেশ ছাত্রলীগের ক্ন্দ্রেীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব খান, সহ সম্পাদক সাইফুর রহমান, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, ছাতক সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাতক পৌর ছাত্রলীগের সহসভাপতি আহসান আহমদ, যুগ্ম সম্পাদক রাজীব তরফদার ও রুবেল তালুকদার জনিসহ ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ