ছাতকে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন, জরিমানা আদায়

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

ছাতকে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন, জরিমানা আদায়

ছাতক প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সোমবার থেকে শুরু হয়েছে সারাদেশে সাত দিনের লকডাউন।

ছাতকে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা গেছে।

এসময় চারটি সিএনজি চালিত অটোরিক্সাকে মোট ৮শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. মামুনুর রহমান।

অন্যদিকে মাস্ক না পড়ার কারণে দুইজন পথচারী এবং একটি ট্রাক ও একটি বাস থেকে মোট ১৭শত টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীল।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রহমান জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আগামীকাল থেকে আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। প্রশাসনের পাশাপাশি বিশ্বের এই ক্রান্তিকালে সকলকে সচেতনতার মাধ্যমে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে তাহলেই এই পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ