ছাত্রদল ঢাকা মহানগরের ৮ ইউনিটে নতুন কমিটি

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মে ১০, ২০২২

ছাত্রদল ঢাকা মহানগরের ৮ ইউনিটে নতুন কমিটি

সিলনিউজ বিডি ডেস্ক :: জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ ৮টি ইউনিটে (১টি বিশ্ববিদ্যালয়, ২টি মহানগর ও ৫টি কলেজ) নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। নতুন নেতৃত্বকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এসব কমিটি অনুমোদন করেন।
ঘোষিত আটটি ইউনিটের কমিটি হলো-ঢাকা মহানগর উত্তরের সভাপতি মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক রাসেল বাবুসহ ৭ সদস্য বিশিষ্ট; ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ নাসির ও সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজসহ ৭ সদস্য বিশিষ্ট; ঢাকা কলেজ শাখার সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুলহাস মৃধাসহ ১৭ সদস্য বিশিষ্ট; তেজগাঁও কলেজ শাখার সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানসহ ১৩ সদস্য বিশিষ্ট; কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট, সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন সোহাগসহ ১৩ সদস্য বিশিষ্ট; সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদুল কবীর তাপস ও সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীরসহ ৫ সদস্য বিশিষ্ট।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ