ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন ইবি শিক্ষক

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন ইবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক::
ছেলে সন্তানকে নিয়ে ক্লাস করছিলেন এক ছাত্রী। কিন্তু কিছুক্ষণ পরপরই বিরক্ত করছিলো সে। এতে মনোযোগ বিঘ্নিত হচ্ছিলো ছাত্রীর। বিষয়টি চোখে পড়ে ক্লাস শিক্ষকের। সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে তুলে নেন তিনি। বাকি সময়টা তাকে কোলে নিয়েই ক্লাস করান। ঘটনাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের।

জানা যায়, করোনার আগে বিয়ে হয় ওই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা তাসকিয়ার। দেড় বছর পর সশরীরে ক্লাস শুরু হলে সন্তানকে সঙ্গে নিয়েই তিনি ক্লাসে আসেন।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগের দ্বিতীয় বর্ষের বেসিক ইংলিশের ক্লাস নিতে আসেন অধ্যাপক ড. কামরুজ্জামান। ক্লাস নেওয়ার সময় ছাত্রীর দেড় বছরের ছেলে আবরারের দিকে দৃষ্টি যায় তার। এরপর তিনি তাকে কোলে নিয়ে পুরো ক্লাস করান। আর সেই ছবি ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন অলি নামের এক শিক্ষার্থী।

এ বিষয়ে ড. কামরুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করি। আজ ক্লাস নেওয়ার সময় দেখি, আমার ছাত্রী সন্তান নিয়ে ক্লাসে এসেছেন। তার সুবিধার্থে আমি বাচ্চাটিকে কোলে নিয়ে ক্লাস করাই। আমি মনে করি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কটি সৌহার্দপূর্ণ হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও আগ্রহী হবে।

 

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ