জয়ের ধারায় আ’লীগ: এমপি হলেন হাবিব

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

জয়ের ধারায় আ’লীগ: এমপি হলেন হাবিব

 

নিউজ ডেক্স :: সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিক নিয়ে তিনি ৯০০৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪৭৫২ ভোট।

হাবিবুর রহমান হাবিব প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে ৬৫৩১২ বেশি ভোট পেয়েছেন।

শনিবার রাত পৌনে নয়টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী এমদাদুল ইসলাম এ ঘোষণা দেন।

এছাড়াও , বিএনপি থেকে বহিস্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী পেয়েছেন ৫১৩৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ভোট পেয়েছেন ৬৪২টি।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন ২৮ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্দিষ্ট করে নির্বাচনী তফশীল ঘোষণা করে। কিন্তু আদালতে রিট আবেদনের পরিপ্র্রেক্ষিতে ভোট গ্রহণের দু’দিন আগে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আজ ৪ সেপ্টেম্বর।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ