টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার (২০ নভেম্বর) সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস। এ ম্যাচে হারলে সিরিজ থেকে ছিটকে যাবে টাইগাররা।

বিশ্বকাপে ব্যর্থতার পর স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেও তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ মন্থর উইকেট রেখেও প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি মাহমুদুল্লাহরা।

পাকিস্তানের বিপক্ষে চার উইকেটে হেরে টানা ৬ ম্যাচে হারের বৃত্তে আটকে লাল-সবজুররা। তাই এই ম্যাচে জয় দিয়ে সিরিজে ফেরার আপ্রাণ চেষ্টা থাকবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে স্বাগতিকরা।

অন্যদিকে হাসান আলীর জায়গায় একাদশে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে।

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ