টাইগারদের ঐতিহাসিক জয় নিয়ে যা বললেন সাবেক কোচ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

টাইগারদের ঐতিহাসিক জয় নিয়ে যা বললেন সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক :: বিশ্বসেরা টেস্ট দলকেই তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। নতুন বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ে মুমিনুল হকরা।

নিজেরদের আঙিনায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচে এই প্রথম হেরে যায় নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে হেরে দুই ম্যাচের সিরিজে ১-১ ড্র করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডে টাইগাদের অবিশ্বাস্য জয় নিয়ে জাতীয় দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডস বলেন, কয়েক দিন আগে টাইগাররা নিউজিল্যান্ডকে টেস্টে হারাল, এটা দারুণ ছিল। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোয় ভালো করতে পারেনি। দেশে টি-টোয়েন্টিতেও কিছু সাফল্য পেয়েছে।

স্টিভ রোডসের অধীনেই ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় চাকরি হারান এই ইংলিশ কোচ।

তিন বছর পর ফের বাংলাদেশে এসেছেন রোডস। শুক্রবার মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করবেন তিনি।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক কোচ বলেন, ২০১৯ সালের বিশ্বকাপের ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারিনি। এছাড়া বাকি সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে হেরে গেলেও আমরা লড়াই করেছি। আমাদের ভালো কিছু জয় ছিল।

তিনি আরও বলেন, আমার মনে হয় মানুষ যেভাবে ভাবে ততটা খারাপ আমরা করিনি। মানুষের অভিমত থাকবেই। তবে এখন এসব নিয়ে বলতে চাই না। ফের বাংলাদেশে এসে ভালো লাগছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ