টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন মুমিনুল হক। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমকে এমনটা জানান মুমিনুল।

মঙ্গলবার নিজ বাসভবনে মুমিনুল হকের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি। সেখানে সিদ্ধান্ত হয় দলের অধিনায়কত্ব নিয়ে। ঘণ্টাখানেক আলোচনা করে মুমিনুল নিজের সিদ্ধান্ত জানান সভাপতিকে।

আলোচনা শেষে মুমিনুল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার কোনো অভিমান বা দুঃখ নেই। নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার। পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হবেন সেটা বোর্ডের সিদ্ধান্ত।’

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুলের সময়টা ভালো যাচ্ছে না। অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সাফল্য পেলেও সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে তার দল।

একই সঙ্গে ব্যাট হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করেছেন মুমিনুল। শেষ ১৫ ইনিংসে মাত্র একবার ৫০-এর বেশি রান করেছেন। দুই অঙ্কের রান পেয়েছেন সব মিলিয়ে ৩ বার। শ্রীলঙ্কা সিরিজের ৩ ইনিংসে তার রান ছিল ২, ৯ ও ০।

ক্যারিয়ারের শুরুর মৌসুমে মুমিনুলের ব্যাটিং গড় ছিল ৫০-এর ওপরে। এখন সেটা নেমে এসেছে ৪০-এর নিচে। বিসিবির নজর এড়ায়নি অধিনায়কের এ ছন্দপতন। শ্রীলঙ্কা সিরিজের পর তারা আলোচনা করে মুমিনুলের সঙ্গে।

আর মঙ্গলবার দ্বিতীয় দফায় আলোচনা করা হয়। পরবর্তী অধিনায়কের বিষয়ে এখনও কিছু চূড়ান্ত করেনি বিসিবি।

বোর্ডের সূত্র মতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এরই মধ্যে তারা সাকিবের সঙ্গে আলোচনা করেছে। তিনি অধিনায়কত্ব করতে রাজি রয়েছেন।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। ২ জুন বোর্ড সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ