ড. মোমেনের হাতধরে যাত্রা শুরু সিলেট শেখ হাসিনা শিশু পার্কের (ভিডিও)

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১

ড. মোমেনের হাতধরে যাত্রা শুরু সিলেট শেখ হাসিনা শিশু পার্কের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :: প্রায় দেড় দশক পর সিলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের।

দক্ষিণ সুরমার আলমপুরে অবস্থিত এই পার্কের পরীক্ষামূলক উদ্বোধন হয়েছে সম্প্রতি।

শুক্রবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু হল সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের হাত ধরে।

সন্ধ্যা ৬টার দিকে পার্কটি উদ্বোধন শেষে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর পার্কটির পরীক্ষামূলক যাত্রা শুরুর পর সেটির কোন রাইডেই তেমন কোন সমস্যা ধরা পড়েনি।

ছোটখাটো যেসব সমস্যা ছিল সেগুলো সমাধান করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিসিক সূত্র।

পার্কটিতে বেশ কিছু আধুনিক রাইড সংযুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নাগরদোলা, রোলার কোস্টার, ফ্রুট ফ্লাইং চেয়ার, ম্যাজিক প্যারাস্যুট, মনোরেল, ভিজিটিং ট্রেন, রেলগাড়ি, পাইরেট শিপ, স্নিপার, সিসরাইড, বোট, টুইস্টার, বাম্পার কার, ফ্যারসেল, জাম্পিং ফ্রগ ইত্যাদি।

জানা যায়, ২০০৬ সালে সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সাংসদ এম সাইফুর রহমানের উদ্যোগে পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। প্রাথমিক কিছু কাজ করার পর বিএনপি সরকার বিদায় নেয়। বন্ধ হয়ে যায় কাজ। প্রায় ৮/৯ বছর পড়ে থাকে সেভাবেই। ২০১৩ সালে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হলে পার্কটির কাজ আবারও শুরু হয়। আমদানী করা হয় বিভিন্ন রাইড।

এরপর আবারও নামকরণের জটিলতায় থমকে যায় উদ্বোধনের কাজ। নানা কাঠখড় আর চড়াই উৎরাই পেরিয়ে শুক্রবার পার্কটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

খোঁজ নিয়ে জানা যায়, এ উপলক্ষে দক্ষিণ সুরমা রীতিমতো উৎসবমুখর ছিল। সবমিলিয়ে পার্কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা।

শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্যানেল মেয়র-১ ও স্থানীয় কাউন্সিলর তৌফিক বক্স লিপনসহ সিলেট সিটি করপোরেশনের অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।












সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ