তুরস্কে ৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

তুরস্কে ৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পের প্রায় তিনদিন পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে দুটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ওই দুই শিশুকে সোমবার উদ্ধার করা হয়।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, উদ্ধারকারীরা ভূমিকম্পের ৬৫ ঘন্টা পর ধ্বংসস্তুপ থেকে এলিফ নামের তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। শনিবার ওই ধ্বংস্তুপের নিচ থেকে শিশুটির মা এবং ভাইবোনদের উদ্ধার করা হয়েছিল।

এর আগে ১৪ বছর বয়সের ইদিল সিরিনকে প্রায় ৫৮ ঘন্টা আটকে থাকার পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার ঘটে যাওয়া এজিয়ান সাগরের এ ভূমিকম্পে তুরস্কের ইজমিরে সোমবার ‍মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ জন।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এএফএডি) হিসাবমতে, ইজমিরে ব্যাপক প্রাণহানির পাশাপাশি আহতও হয়েছে মোট ৯৯৪ জন।

তুরস্কে প্রায় একদশকের মধ্যে ভূমিকম্পের ভয়াবহতা এবারই সবচেয়ে বেশি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ