দিঘিতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ৪, ২০২২

দিঘিতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

সিলনিউজ বিডি ডেস্ক :: নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে।

নিহতের নাম ওমর ফারুক মাসুম (৩৫)। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। ঢাকায় উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ওমর ফারুক মাসুম ।

বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম তিনি ৩১ তম বিসিএসে যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘির মাঝখানে চলে যান। ছয় বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও মাসুম সাঁতরিয়ে দিঘির ঘাটে ফিরে আসতে পারেননি। তলিয়ে যান তিনি।

খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘিতে তল্লাশি অভিযান চালান তারা।

পরে বিকাল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘি থেকে উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ