দিরাইয়ে সীমান্তিকের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

দিরাইয়ে সীমান্তিকের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::
এসএমসি ও ইউএসএআইডির আর্থিক ও কারিগরি সহযোগীতায় বেসরকারি সংস্থা সীমান্তিকের উদ্যোগে সুনামগঞ্জের দিরাইয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্নগাও গ্রামে নতুনদিন প্রকল্পের আওতায় মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিরাইয়ের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমনান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুদ্দিন খান, নতুন কর্ণগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিতি রাণী দাস।

সভায় আরো উপস্থিত ছিলেন- পরিপার কল্যাণ ভিজিটর ; সুহেরা বেগম পীর, পান্না রাণী তাং, রিপি রানী ও খাদিজা বেগম এবং সীমান্তিক নতুনদিনের দিরাই উপজেলা ফিল্ড সুপারভাইজার রাবেয়া খানম, কমিউনীটি মোবিলাইজার অর্পনা রানী পুরকায়স্থ এবং সার্বিক সহযোগীতায় ছিলেন গোল্ডস্টার মেম্বার মজিদা খাতুন।

সীমান্তিক জেলা টিম লীডার মো. নূরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মামুন বলেন, প্রত্যেক মা কে তার সন্তানের পুষ্টি বিষয়ে সচেতন থাকতে হবে, এবং শিশুর খাবারের তালিকায় পুষ্টিকর খাবার নিশ্চিত করন ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে পাশাপাশি শিশুদের পুষ্টি পাউডার যেমন মনিমিক্সে এর গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত খাওয়ানোর জন্য মাদেরকে পরামর্শ দেন।

এছারাও তিনি কোভিড কালীন সময়ে সচেতন থাকা ও টিকা নেয়ার জন্য সবাইকে আহবান জানান, সভা শেষে নতুনদিন প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত মায়েদের মাঝে কুইজের মাধ্যমে দশ জন মা কে একটি করে বাটি ও চামচ প্রদান করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ