দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, তিন পদে পাঁচ জনের লড়াই

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ২৭, ২০২২

দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, তিন পদে পাঁচ জনের লড়াই

সিলনিউজ বিডি ডেস্ক :: শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক পদে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বর্তমানে নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছেন ৭ জন প্রার্থী। নির্বাচনে বিদ্যালয় শাখায় দুই পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন- রমজান মিয়া, আবুল হাসনাত খোকন, আলমগীর।

বিদ্যালয় এন্ড কলেজ শাখায় মহিলা সদস্য এক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন- জাহানারা বেগম ও জরিনা খাতুন।

মনোনয়ন প্রত্যাহার করেছেন- দানিস মিয়া (বিদ্যালয় শাখা) ও জামাল আহমদ (কলেজ শাখা)। এছাড়া কলেজ শাখায় আলমগীর আল আশেক ও মঞ্জিল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ৯ মে তারিখে শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিজ্জামান। ১৫-২১ মে মনোনয়ন ফরম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ২২-২৪ মে মনোনয়ন ফরম জমাদান ও ২৫ মে মনোনয়ন বাছাই এবং প্রত্যাহারের তারিখ ছিল ২৬ মে।

মহিলা সদস্য প্রার্থী জরিনা খাতুন প্রতিবেদককে জানান, একটি পক্ষ মনোনয়ন প্রত্যাহারের জন্যে আমাকে চাপ সৃষ্টি করছে কিন্তু আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক। আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। আগামী ৯ জুন তারিখের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ ভাবে অনুষ্ঠিত হওয়ার সাংবাদিক, অভিভাবক ও সুশীল সমাজের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তিনি।

বিদ্যালয় শাখার আরেক প্রতিদ্বন্দ্বী রমজান মিয়া জানান, মনোনয়ন প্রত্যাহারের জন্যে আমাকে বলেছে একটি পক্ষ, আমি না করে দিয়েছি। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবো। নির্বাচনে সবার সহযোগীতা চাই।

শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান বলেন, দুইজন মনোনয়ন প্রত্যাহার করেছে শুনেছি। তবে এখনো আমার কাছে কিংবা মাধ্যমিক শিক্ষা অফিসে কেউ জমা দেয়নি।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ মে বিকাল ০৫টা পর্যন্ত ছিল। যারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখনো জমা দেয়নি তাদের প্রত্যাহার বৈধ নাকি অবৈধ? এমন প্রশ্নের জবাবে তিনি অসুস্থ আছেন বলে ফোন কেটে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ