দুই ভোটে মেয়র আব্দুল আহাদ

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

দুই ভোটে মেয়র আব্দুল আহাদ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। এবারও মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। তবে নৌকা প্রতীকের এই প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি দলের দুই বিদ্রোহীর সাথে।

শনিবার অনুষ্ঠিত জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আহাদ। উপজেলা যুবলীগের আহবায়ক (বহিস্কৃত) আব্দুল আহাদ ২ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বিও আওয়ামী লীগের আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিস্কৃত) ফারুক আহমদ। জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফারুক পেয়েছেন ২ হাজার ৮১ ভোট। ফলে মাত্র দুই ভোটের ব্যবধানে জয়লাভ করেন আহাদ।

তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট।

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৮ জন। আওয়ামী লীগের প্রার্থী খলিল উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট ও বিএনপির প্রার্থী ইকবাল আহমদ তাপাদার পেয়েছেন ৬৬১ ভোট।

জকিগঞ্জে বিএনপিরও বিদ্রোহী প্রার্থী ছিলেন। চামচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা। তবে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।

মেয়র পদে আব্দুল আহাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শাদমান সাকীব বলেন, ‘পৌরসভার ৯ টি কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ