দুর্গাপূজার আগমনী বার্তা শিউলি ফুল

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২

দুর্গাপূজার আগমনী বার্তা শিউলি ফুল

অনলাইন ডেস্ক :: শরৎকাল মানে যেমন বাঙালির আনন্দ উৎসবের দুর্গাপূজা, তেমনই শিউলি ও কাশ ফুলও দুর্গাপুজোর আবহ তৈরি করে। শিউলি আর কাশ ফুলের মিলিত প্রকাশ মানেই শরৎকাল। আর শরৎকাল মানেই দুর্গা পূজার আগমন। চারিদিকে ঢাকের আওয়াজ, শিউলি ফুলের গন্ধ, কাশফুলের মেলা, সব মিলিয়ে উৎসবের ছটা।

প্রত্যেক বাঙালির কাছে শিউলি ফুল, কাশ ফুল আর শরৎ কালের একটা আলাদাই গুরুত্ব আছে। কারণ, সর্বপ্রথম এরাই জানান দেয় দুর্গা পূজা আসছে।
শিউলি ও কাশ ফুল ছাড়া শরৎ যেমন নিষ্প্রাণ, তেমনি শারদীয় উৎসবও অনেকটাই অসম্পূর্ণ। মিষ্টি শিশিরের পরশ, ঢাকের শব্দ আর ভোরের শিউলি তলা-এসবই একে অন্যের পরিপূরক। কথিত আছে, দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি। তাই, দুর্গাপুজোর অঞ্জলিতে শিউলি ফুলের গুরুত্ব অপরিসীম। শরতের ভোরে ঘাসের ডগায় শিশির জমে। আর এই শিশির ভেজা ঘাসে পা দিলেই যেন স্বর্গসুখের অনুভূতি।

বেল পাতা, শিউলিফুল, ঢাকের কাঠি, ঘণ্টা-কাঁসার আওয়াজ, মঙ্গল শাঁখ ও উলু ধ্বনিতে কেঁপে উঠবে প্রতিটি মন্দির। দেবী দুর্গাকে সবাই মা দুর্গা, পার্বতী, মহামায়া, কৈলাশি, দুর্গতিনাশিনী, পরমা প্রকৃতি, নারায়ণী, মাহেশ্বরী ইত্যাদি নানা নামে অভিহিত করেন।

মায়ের আগমনে চারদিকে আনন্দ আয়োজন সম্পন্ন করার তাড়া এখন সবার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খুশির আনন্দ ছুঁয়ে যাচ্ছে ঘরে ঘরে, সব বয়সী মানুষের মনে।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ