দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় গাঁজা ও বিড়ির চালান আটক

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় গাঁজা ও বিড়ির চালান আটক

নিজস্ব প্রতিনিধি ::
এম এ মোতালিব ভুঁইয়া: দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গাঁজা ও জীবন বিড়ির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় গাঁজা ও জীবন বিড়ির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে শুক্রবার (১ জানুয়ারি) সকালে দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২৩১ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের শহিদ মিনার নামক স্থান হতে ১.৩ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

অন্যদিকে বোগলাবাজার বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৮/৮-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ২৪০ প্যাকেট (৬,০০০ পিস) ভারতীয় জীবন বিড়ি আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অতিরিক্ত পরিচালক,ভারপ্রাপ্ত অধিনায়ক মো: মেসবা্হ উদ্দীন রাসেল জানান,আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ