নওগাঁয় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু।

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

নওগাঁয় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু।

সিলনিউজ বিডি ডেস্ক :: নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু মেলা। ‘শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধন’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করেন।

এ উপলক্ষে বুধবার সকালে জিলা স্কুল মাঠে ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরের চত্বরে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার মাসুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লুতফর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানসহ প্রমুখ।

পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও মেলার পাশাপাশি থাকছে শিশু, শিক্ষক ও মা সমাবেশ, কুইজ, চিত্রাঙ্কন, চলচিত্র প্রদর্শনী ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ