নগরীর বন্যাকবলিত বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে অধ্যাপক জাকির

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

নগরীর বন্যাকবলিত বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে অধ্যাপক জাকির

নগরীর বন্যাকবলিত বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে অধ্যাপক জাকির

সিলনিউজ ডেস্ক :: আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ড। বন্যাকবলিত নগরীর বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ১৩ নং ওয়ার্ডের তোপখানা পরিদর্শন করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

মঙ্গলবার (১৭ মে) রাত ৯ টায় নগরীর ১৩ নং ওয়ার্ডের তোপখানায় বন্যাকবলিত অনেকের বাসায় গিয়ে তিনি খুঁজ-খবর নেন এবং পরিদর্শন করেন। তিনি তোপখানা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মন ও মানস স্যারের বাসায় গিয়ে তাদের খুঁজ-খবর নেন এবং তাদের সাথে কথা বলেন। পানিবন্দী হওয়ার কারণে তাদের কি কি সমস্যা হচ্ছে তা জানতে চান।

তারা বলেন, নদীর পানি বৃদ্ধির কারণে এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য পানি বাসাবাড়িতে আটকে আছে। তারা খুব দ্রুত পানিবন্দী হতে মুক্ত হতে চান। অধ্যাপক জাকির তাদেরকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং যে কোনো সমস্যায় তাঁর সাথে যোগাযোগ করার আহবান জানান।

তিনি এলাকার পানিবন্দি আরো অনেকের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার বিষয়ে জানতে চান।

তিনি বলেন, মহানগর আওয়ামী লীগ তাদের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সব ধরনের সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি মহোদয়ের মাধ্যমে নগরবাসী পাবে।

এসময়ে উপস্থিত মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ