নড়াইলে অধ্যক্ষকে অপমানের ঘটনায় বাকবিশিস’র প্রতিবাদ ও শাস্তি দাবি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

নড়াইলে অধ্যক্ষকে অপমানের ঘটনায় বাকবিশিস’র প্রতিবাদ ও শাস্তি দাবি

সিলনিউজ বিডি ডেস্ক :: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, মানুষের জানমালের রক্ষাকারী পুলিশের সামনে একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত শিক্ষককে যেভাবে অসম্মান করা হয়েছে তাতে শিক্ষকসমাজের সাথে পুরো জাতি ব্যথিত, অপমানিত ও হতভম্ব। এধরণের ঘটনা সমগ্র বিশ্বের শিক্ষকসমাজের মর্যাদার উপর সুস্পষ্ট আঘাত বলে মনে করা হয়।যা রীতিমত উদ্বেগজনক।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতিতে এধরণের পাশবিক উপায়ে সম্মানিত অধ্যক্ষকে অপমানিত করা হয়েছে, তাতে সারাদেশের শিক্ষকসমাজের সাথে শান্তিপ্রিয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। যা সরকারের সমস্ত ইতিবাচক কর্মকাণ্ডকে কলঙ্কিত এবং পুলিশ বাহিনির ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করার শামিল বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় শিক্ষক সমাজ ও শান্তিপ্রিয় সাধারণ মানুষকে সাথে নিয়ে বাকবিশিস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। একই সাথে বিবৃতিতে ধর্মীয় সংবেদনশীল বিষয়গুলোকে ইস্যু করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিষয়ে সরকারকে সতর্ক থাকারও আহবান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন আজাদ, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাশমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ