পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের ডিসিকে সম্মাননা

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের ডিসিকে সম্মাননা

 

 

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে সম্মাননা দিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি মৌলভীবাজার জেলা কমিটি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দরা পর্যটন অধ্যুষিত এ জেলার জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা স্মারক জেলা প্রশাসকের হাতে তোলে দেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দরা জেলার নানা গুরুত্বপূর্ণ স্থানের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ভূমিকা রাখায় জেলা প্রশাসককে অভিনন্দন জানান। এছাড়া অবৈধ বালু উত্তোলন,পাহাড়ি টিলা,নদী,হাওর ও হাওর তীরের পাখি বাড়িগুলো রক্ষায় আরো দৃঢ় প্রদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
জেলা প্রশাসকও বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তা রক্ষায় উদ্যোগী হবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও জেলায় কোথাও পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে এমন দৃশ্য চোখে পড়লে তাকে অবগত করতে সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
সম্মাননা স্মারক প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সিনিয়র সদস্য এস এম উমেদ আলী,নজরুল ইসলাম মুহিব, সদস্য সচিব মু. ইমাদ উদ দীন, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রাহেল, মামুনুর রশীদ মহসীন,ওমর ফারুক নাঈম, মো: আব্দুস শুকুর, আহমদ এহসান সুমন প্রমুখ।

 

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ