পাকিস্তানের পেসারকে নিয়ে আইসিসির বিদ্রূপ

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

পাকিস্তানের পেসারকে নিয়ে আইসিসির বিদ্রূপ

স্পোর্টস ডেস্ক

করাচি টেস্টে চমৎকার নৈপুণ্য দেখিয়েছে পাকিস্তানের দুই স্পিনার নুমান আলী ও ইয়াসির শাহ। এ দুই স্পিনারের ঘূর্ণিজাদুতে ৭০ রানেই ৭ উইকেট হারিয়েছেন প্রোটিয়ারা। প্রোটিয়াদের ৯ উইকেট ভাগাভাগি করে নেন এ দুই স্পিনার।

আর একটি উইকেট পেয়েছেন ২৬ বছর বয়সী পেসার হাসান আলী।

প্রথম ইনিংসে ব্যাট হাতেও এ তিন বোলার ছিলেন দুর্দান্ত। মিডলঅর্ডার ফাওয়াদ আলমের সেঞ্চুরির পর বলতে গেলে পাকিস্তানের লেজের এ তিন বোলার ব্যাটিংয়ে ভুগিয়েছেন প্রোটিয়া পেসারদের।

রাবাদার বলে বোল্ড হওয়ার আগে হাসান আলী খেলেন ৩৩ বলে ২১ রানের অসাধারণ ইনিংস। এ ছাড়া নুমান আলী করেন ২৪ রান। ইয়াসির শাহ ৩৮ রানে অপরাজিত থাকেন।

আর এমন ব্যাটিং পারফরম্যান্সের পরও হাসান আলীকে নিয়ে বিদ্রূপ করল খোদ আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার জন্য বিষয়টি একেবারেই বেমানান।

বৃহস্পতিবার নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন হাসান আলী। রাবাদার বলকে উঁচিয়ে মারতে গিয়ে স্টাম্প অরক্ষিত হয় হাসানের। বলটি মিডলস্টাম্প উড়িয়ে দেয়।

আর হাসান আলীর আউটের সেই মুহূর্ত নিয়ে টুইট করেছে আইসিসি। দুটি ছবি টুইটারে পোস্ট করেছে আইসিসি।

ছবি দুটিতে দেখা গেছে, রাবাদার বলটি মারতে গিয়ে ক্লিন বোল্ড হয়েছেন হাসান। মিডলস্টাম্প ছিটকে গেছে। এই ছবিটিই আইসিসি ক্রপ করে পোস্ট করেছে আবার, যা দেখে মনে হচ্ছে হাসান আলী বড় কোনো শট খেলছেন।

দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে আইসিসি লিখেছে– ‘আপনার প্রোফাইল ছবি বনাম সম্পূর্ণ ছবি’।

 

Your profile picture vs the full picture ?#PAKvSA pic.twitter.com/jMw1niI0co
— ICC (@ICC) January 28, 2021

এমন বার্তা দিয়ে কী বোঝাতে চাইছে আইসিসি?- প্রশ্ন পাক ক্রিকেটপ্রেমীদের। মজার ছলে একজন ক্রিকেটারের প্রতি অসম্মান দেখিয়েছে আইসিসি- এমনটিই জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়াতে আইসিসির অবশ্যই মার্জিত হওয়া উচিত বলে মন্তব্য অনেকের।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ