পাঠানটুলায় গরুর হাট বসানো নিয়ে সংঘর্ষ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২২

পাঠানটুলায় গরুর হাট বসানো নিয়ে সংঘর্ষ

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট নগরীর পাঠানটুলায় গরুর হাট বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে নগরীর পাঠানটুলা পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যার পর নগরীর পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন রাস্তার দুই পাশে গরুর হাট বসানোর প্রস্তুতি চলছিল। এসময় আরেক পক্ষ হাট বসানোর কাজে বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

আধা ঘন্টা ইট-পাটকেল ছুঁড়াছুড়ি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েন। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা সংঘর্ষে জড়ানো যুবকদের ছত্রভঙ্গ করে। পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ সিলেটভিউকে জানান, গরুর হাট বসানো কেন্দ্র করে স্থানীয়দের সাথে এক পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাত সোয়া দশটায় এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় ছিল ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ