পুলিশ কমিশনারের কাছে আবেদন : হোটেল আল মিনার থেকে নারী-পুরুষ আটকের ঘটনার তদন্ত দাবি

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

পুলিশ কমিশনারের কাছে আবেদন : হোটেল আল মিনার থেকে নারী-পুরুষ আটকের ঘটনার তদন্ত দাবি

অনলাইন ডেস্ক
সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারস্থ ‘হোটেল আল মিনার’ থেকে সম্প্রতি ৬ জন নারী পুরুষ আটকের ঘটনার তদন্ত দাবি করেছেন হোটেলের মালিক, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুস সাত্তার। তিনি গতকাল মঙ্গলবার এসএমপি পুলিশ কমিশনার নিশারুল আরিফের কাছে লিখিতভাবে এ দাবি করেন। নিজেকে দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সুনামের সাথে ব্যবসা করে আসছেন দাবি করে আবেদনে উল্লেখ করেন, গত ২ ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশ হোটেলে হঠাৎ অভিযান করে। তিনি তখন হোটেলের নীচ তলায় তার অফিসে অবস্থান করছিলেন। গোয়েন্দা পুলিশ তার অফিসে ঢুকে উপর মহলের ভয় দেখিয়ে তাকে নজরবন্দি করে রাখে। এক পর্যায়ে পুলিশ হোটেলের ম্যানেজারসহ ৬ জন নারী-পুরুষকে ধরে নিয়ে যায়। যারা দীর্ঘদিন ধরে হোটেলের কর্মচারি ও ক্লিনার পদে চাকরি করছেন।
হোটেল মালিক আব্দুস সাত্তার আবেদনে আরও উল্লেখ করেন, কর্মচারিদের আটকের পর হোটেল থেকে অসামাজিকতার দায়ে ৬ জনকে আটক করা হয়েছে বলে প্রচার করা হয়। বিষয়টি কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়। এতে ব্যক্তিগতভাবে মানহানি হয়েছে। ক্ষুন্ন হয়েছে হোটলের সুনামও। আব্দুস সাত্তার মনে করেন, কারো ইন্ধনে গোয়েন্দা পুলিশ এসব করেছে। তিনি বিষয়টি তদন্ত করে আসল কারণ বের করে মানহানী ও সুনাম ক্ষুন্নকারী গোয়েন্দা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
অভিযোগ গ্রহনকালে পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন। তিনি বলেন, আমি চাইনা কেউ অযথা হয়রানীর শিকার হোক। ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকলে তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ