প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট :: আমি জয়নাল আহমদ চৌধুরী (সহকারী প্রকৌশলী, শাবি)। আমার বিরুদ্ধে সিলনিউজ বিডি’র অনলাইন পোর্টালে  বিগত ১১/১১/২০২০ তারিখ ‘ জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে শাবিপ্রবি’র সহকারী ইঞ্জিনিয়ার জয়নালের বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে একটি চক্রের ষড়যন্ত্র বলে আমি মনে করি। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আমার যোগ্যতা বিবেচনা করে নিয়োগ বোর্ডের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় সর্ব্বোচ্চ বডি সিন্ডিকেট কর্তৃক আমাকে উপসহকারী প্রকৌশলী পদে ২০১১ সালে নিয়োগ প্রদান করে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করে। আমার অভিজ্ঞতা সনদটি সঠিক এবং আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি, সে প্রতিষ্ঠানের মালিক এখনও জীবিত আছেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনর মাধ্যমে সকল কাগজপত্র যাচাই বাছাই হয়ে থাকে। আমি মনে করি বর্তমান সরকার কর্তৃক এবং বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের ঐকান্তিক প্রতেষ্ঠায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এমন মুহূর্তে এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের বাধা সৃষ্টির অপপ্রয়াস। জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন বলিষ্ঠ অনুসারী হিসাবে শাবি ক্যাম্পাস এবং সিলেট শহরে আমার অবস্থান সুস্পষ্ট।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ