‘ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষার অপকৌশল’

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

‘ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষার অপকৌশল’

ঝিনাইদহ প্রতিনিধি 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার একটি অপকৌশল মাত্র।’

শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একডেমীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত, যারা বাংলাদেশে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে আঘাত হানলো। আজকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের ওপর ভর করে, অপপ্রচার করে, তথ্যসন্ত্রাস করে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে, তারা দায় দেয় কাদের। মির্জা ফখরুল ইসলাম কাদের বিরুদ্ধে অভিযোগ দেয়? বলে সরকার! সরকারি দল! এটা হলো একটি অপপ্রচার। মির্জা ফখরুলদের এই অপপ্রচার আর তথ্যসন্ত্রাস সাম্প্রদায়িক সন্ত্রাসদের রক্ষা করার একটি কৌশল।’

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধাবিভক্ত করতে চাইছে। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা। উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস ও সদর পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস।

এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরোণ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাসসহ ৬টি উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী বছরের ১৫ জানুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও চলতি বছরের ২৯ ডিসেম্বর শৈলকূপা উপজেলায় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ