বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা : এক সফল রাষ্ট্রনায়কের প্রতিকৃতি

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা : এক সফল রাষ্ট্রনায়কের প্রতিকৃতি

শমশের জামাল

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যার কণ্ঠের বজ্র এবং উদ্ধত তর্জণীর নাচনে প্রাণ বাজি ধরেছিল সাত কোটি বাঙালি, সেই মহান নেতা, ক্ষণজন্মা মহাপুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য-স্বাধীন এই বিধ্বস্ত রাষ্ট্রের শরীর থেকে সব ক্লেদ মুছে ফেলার মিশনে নামলেন। শুরু হলো দেশ গড়ার কাজ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এই হতভাগা জাতির, দেশাদ্রোহী ও ছদ্মবেশীদের ষড়যন্ত্র চলতেই থাকলো। অবশেষে ১৯৭৫-এর ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে ঢেকে দিলো অশুভ মেঘের কালো ছায়া, সেই কালরাতের আঁধারে সব আলোর পরশ ডুবে গেলো। এরপর দীর্ঘদিনের জন্য সামরিক শাসন এবং মুক্তিযুদ্ধে পরাজিত কুচক্রীদের বিষাক্ত নখরের আঁচরে ক্ষতবিক্ষত হতে থাকে প্রিয় দেশ। হাহাকার শুরু হয় জনমনে। ঠিক এমনই এক সময়, স্বৈরশাসনে হাঁপিয়ে ওঠা জনমনে স্বস্তি ফেরাতে, দেশজনতার আকুল আহ্বানে দৃশ্যপটে আবির্ভাব তার: ১৯৮১ সালের ১৭ মে, অর্ধযুগ নির্বাসন শেষে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ।

লেখক : শমশের জামাল,সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ