বসুন্ধরার এ উদ্যোগ দেশের সাংবাদিকতাকে উচ্চ শিখরে পৌঁছে দেবে

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

বসুন্ধরার এ উদ্যোগ দেশের সাংবাদিকতাকে উচ্চ শিখরে পৌঁছে দেবে

সিলনিউজ বিডি ডেস্ক :: বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এ নারী ও শিশু ক্যাটাগরিতে বিজয়ী হওয়া দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজিব আহম্মদ বলেন, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ দেশের সাংবাদিকতাকে উচ্চ শিখরে পৌঁছে দেবে। সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ পুরস্কার নিশ্চয়ই সম্মান এবং গর্বের। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ, যে তারা আমাকে মনোনীত করেছে। মিডিয়া অ্যাওয়ার্ডের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, আমার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই, তারা আমাকে সমর্থন করেন, সহযোগিতা করেন। নিজের পরিবারকেও ধন্যবাদ জানিয়ে বলেন, আমার স্ত্রী-সন্তানদের সহযোগিতায় উন্মুক্তভাবে সাংবাদিকতা করতে পারছি। পরিবারকে সময় না দিয়ে বাইরে কাজের সুযোগ করে দিচ্ছে তারা।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত এই সাংবাদিক বলেন, বসুন্ধরার এ উদ্যোগ বাংলাদেশের গণমাধ্যমকে অনেকদূর এগিয়ে নেবে। যেকোনো প্রতিযোগিতাই ইতিবাচক বিষয়, প্রতিযোগিতার মাধ্যমে সবকিছুর মানের উন্নয়ন হয়। আমি আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতার মানোন্নয়ন হবে।

এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা যে প্রতিযোগিতাকে পরিচিত করেছেন, তা বাংলাদেশের গণমাধ্যমের জন্য অনেক বড় পাওয়া।

সূত্র : বিডি-প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ