বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটি অনুমোদন

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটি অনুমোদন

সিলনিউজ বিডি ডেস্ক :: বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র।

মঙ্গলবার (০৯ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজল দেওয়ান ও সাধারণ সম্পাদক লতিফ সরকার সাক্ষরিত কমিটিতে সভাপতি হয়েছেন বাউল কালা মিয়া এবং বাউল পথিক রাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি বাউল উদাসী মুজিব, সহ সভাপতি পদে বাউল আব্দুর রউফ উদাসী, বাউল বাবুল সরকার, বাউল সুভাগৗ রুবি।

যুগ্ম সাধারণ সম্পাদকব পদে বাউল প্রবাসী নুরুল, বাউল নোমান উদ্দিন রিপন, সহ সাধারণ সম্পাদক পদে বাউল শাহ সিদ্দিকুর রহমান চিশতী। সাংগঠনিক সম্পাদক পদে বাউল কাশেম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক পদে বাউল দারা খান। কোষাধ্যক্ষ বাউল মাছুম জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল দেওয়ান কালা, দপ্তর সম্পাদক বাউল কানাইলাল সরকার, সহ দপ্তর সম্পাদকের ৩টি পদে আছে বাউল সুলতান সরকার, বাউল সুলতান আহমদ আজাদ ও বাউল আব্দুল করিম। সমাজ কল্যাণ সম্পাদক পদে বাউল আশরাফ উদ্দিন, মহিলা সম্পাদদিকা পদে তানিয়া সরকার, তথ্য প্র্রচার সম্পাদক বাউল জাহেদ সরকার, কার্যকরী সদস্য পদে আছেন বাউল ছাবিনা আক্তার রুজি।

কমিটি অনুমোদনকালে বাউল কাজল দেওয়া বলেন, দেশের আনাচে কানাচে আমাদের বাউলরা অবহেলিত অবস্থায় রয়েছেন। আমাদের অভিভাবক সংসদ মমতাজ বেগমের একটাই নির্দেশনা বাংলার সব বাউলদের একই ছাতার নীচে আনতে হবে।তাই ক্রমান্বয়ে দেশের সব অঞ্চলে কমিটি গঠন করে বাউলদের একত্রিত করা হচ্ছে। অচিরেই জাতীয়ভাবে একটি বাউল সম্মেলন করতে ইচ্ছা পোষন করেছেন তিনি। আর সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের সাড়ে ষোল কোটি মানুষের কান্ডারি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিন বেশি দূরে নয় খোদ প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনাদের মনের না বলা কথাগুলো প্রকাশ করতে পারবেন। এখন সময় এসেছে আমরা বাউলরা একত্রিত হওয়ার। সংগঠনের মাধ্যমে সংগঠিত থাকলে সরকারের অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, এমনটি আশা প্রকাশ করেন তিনি। তার কথায়, আজ বিচ্ছিন্নভাবে থাকায় বাউলরা অবহেলিত পর্যায়ে রয়েছেন। আমরা আশাবাদি খুব শিগগিরই বাউলদের সুদিন ফিরে আসবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ