বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ফিফার সভাপতি ইনফান্তিনো

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ফিফার সভাপতি ইনফান্তিনো

অনলাইন ডেস্ক :: আরও চার বছর ফিফা সভাপতির দায়িত্ব পালন করবেন জিয়ান্নি ইনফান্তিনো। এবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো ফিফার সভাপতি হলেন ইনফান্তিনো।

ফিফার বিবৃতি অনুযায়ী, গত বুধবার ছিল ডেডলাইন। একমাত্র ব্যক্তি হিসেবে নিজের নাম দিয়েছেন ইনফান্তিনো। কনমেবল, এএফসি ও সিএফ সবারই সমর্থন পেয়েছেন তিনি।
ইনফান্তিনো বলেন, ‘ফিফার ২০০ সদস্য, ছয় ফেডারেশনর সবাইকে ধন্যবাদ, যারা আমাকে সমর্থন দিয়েছেন। বিশ্ব ফুটবলের জন্য আরও চার বছর কাজ করতে পারব দেখে নিজে খুব সম্মানিত বোধ করছি।’

এর আগে ২০১৬ সালে এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে ফাইনাল রাউন্ডে হারিয়ে তিন বছরের জন্য ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। এরপর ২০১৮ বিশ্বকাপের পর ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য নির্বাচিত হন তিনি।

সূত্র : রয়টার্স

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ