বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের শ্রীমঙ্গল মঙ্গলেশ্বরী কালীমন্দির প্রদক্ষিণ

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের শ্রীমঙ্গল মঙ্গলেশ্বরী কালীমন্দির প্রদক্ষিণ

অনলাইন ডেস্ক :: বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের উদ্যোগে গত ১১ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় সিলেট থেকে শ্রীমঙ্গল শ্রীশ্রী মঙ্গলেশ্বরী কালীমন্দির এর উদ্দেশ্যে বাস যোগে যাত্রা শুরু হয়।

শুক্রবার বেলা ১১টায় শ্রীমঙ্গলস্থ মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশ। পর্ষদের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্দিরের পূজারী ঝুমুর ভট্টাচার্য্য, শ্রীমঙ্গল পৌরসভার কমিশনর চয়ন রায়।

অনুষ্ঠানে মাতৃ সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দীপালি তালুকদার, লাভলী দেব, মুক্তা শ্যাম চৌধুরী, রূম্পা ধর রিয়া, চম্পা রায় প্রমুখ। তবলায় সঙ্গত দেন সহ সভাপতি ইন্দ্রজিত রায়, মন্দিরায় সঙ্গত দেন বাসন্তী নন্দী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জাতীয় পর্যায়ে বিজয়ী নৃত্যশিল্পী দেবশ্রী চৌধুরী উপমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি বিভু দাশ গুপ্ত, অধ্যাপক সোনাধন চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী নন্দলাল গোপ, সহ সম্পাদক সমরেন্দ্র কুমার রায়, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, কার্যনির্বাহী সদস্য শিক্ষক নরেশ চন্দ্র রায়, রমা কান্ত গুপ্ত রূপু, বিপ্লব শ্যাম চৌধুরী, বনশ্রী চৌধুরী, শুভ্রা গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে নৃত্যশিল্পী ও সংগীত শিল্পীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপবাস থেকে মায়ের পূজা শেষে সকলে অঞ্জলি প্রদান করেন। দুপুর ২টায় অংশগ্রহণকারী সকলে মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ