বিশাল ব্যবধানে হারের শঙ্কায় টাইগাররা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

বিশাল ব্যবধানে হারের শঙ্কায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবিদ আলী গতকাল জানিয়েছিলেন, ‘আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব ওদের অলআউট করা। যেন লক্ষ্যটা ছোট থাকে। উইকেটের আচরণ পালটাচ্ছে। বল স্পিন করছে। আশা করি, বাংলাদেশকে দুইশ রানের নিচে থামিয়ে দিতে পারব।’

আবিদের সেই কথাই রাখল পাক বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ও সাজিদ খানের দারুণ বোলিংয়ে বাংলাদেশকে ১৫৭ রানে থামিয়ে দিয়েছে পাকিস্তান।

চট্টগ্রাম টেস্ট জিততে ২০২ রানের লক্ষ‍্যে এখন ব‍্যাট করছে বাবর আজমের দল। শুরুটা সাবধানে করেছেন আবিদ আলি ও শফিক আবদুল্লাহ। তাইজুল, মিরাজ, এবাদত, রাহির কেউই ্এখনো সফলতার দেখা পাননি।

এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান জমা করেছেন দুই ওপেনার। ৫১ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রানে অপরাজিত আবিদ আলি। অন্যপ্রান্তে কিছুটা দেখে শুনে খেলছেন শফিক। ৪৫ বলে ২ বাউন্ডারিতে ১৯ রানে ব্যাট করছেন তিনি।

জয় পেতে এখন পাকিস্তানের প্রয়োজন ১৫৮ রান। হাতে দশটি উইকেট। এমন পরিস্থিতিতে বিশাল ব্যবধানে হারের শঙ্কায় টাইগাররা।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৩৩০ রান করে বাংলাদেশ দল। পরে নিজেদের ইনিংস শুরু করতে নামা পাকিস্তানকে ২৮৬ রানে আটকে দেয় টাইগাররা। এতে ৪৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। সব মিলিয়ে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ২০২ রান।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ